শিরোনাম
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): রাজধানীর নবাবগঞ্জ পার্কের আশপাশের এলাকায় বসবাসরত সাতশ’ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি), আইসিটি ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা- এর উদ্যোগে আজ এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা ব্যাটালিয়নের (২৬ বিজিবি) উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব, বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা-এর উপ-অধিনায়ক মেজর মো. ফেরদৌস ইসলাম, ঢাকা ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এবং আইসিটি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. শাহজাহান উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত এসব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় বিজিবির বিভিন্ন পদবীর সৈনিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে ঢাকা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে।
সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর পক্ষ থেকে সাতশ’ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।