বাসস
  ২১ জানুয়ারি ২০২৫, ২০:৫০

২৫ জন মনীষীর জীবন ও কর্মের ওপর শুরু হচ্ছে ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ অনুষ্ঠান

বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ছবি : বাসস

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস): সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের ব্যবস্থাপনায় ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের ২৫ জন বরেণ্য শিল্পী ও গুণীজনদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে সকল মনীষীদের জীবন ও কর্মের ওপর অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।   

নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় কবি ও নাট্যকার দ্বিজেন্দ্র লাল রায়, চলচ্চিত্র পরিচালক আলমগীর কবির, চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, লেখক, কবি, নাট্যকার ও অধ্যাপক জিয়া হায়দার-কে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হবে। স্মরণ করা হবে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও চিত্র নাট্যকার আব্দুল জব্বার খান এবং চলচ্চিত্র পরিচালক, লেখক, চিত্র নাট্যকার মৃণাল সেন-কে।

সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ বাউল সম্রাট ফকির লালন শাহ, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, সেতার বাদক ও সুরবাহার বাদক ওস্তাদ আয়েত আলী খান, সুরকার ও সরোদ বিশারদ ওস্তাদ আলী আকবর খাঁ, সুরকার ও সংস্কৃতিকর্মী আলতাফ মাহমুদ-কে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হবে। শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান আয়োজন করা হবে সাহিত্যিক ও সাধক কবি রাধারমন দত্ত, সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক কমলদাশ গুপ্ত, সঙ্গীত শিল্পী ও পরিচালক অজিত রায়, সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহা, কবি জালাল খাঁ এবং সুরকার ও সঙ্গীত পরিচালক সমর দাস-কে নিয়ে।

চারুকলা বিভাগ আয়োজন করবে চিত্রশিল্পী কামরুল হাসান, ভাস্কর নভেরা আহমেদ, চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়া এবং চিত্রশিল্পী শফি উদ্দিন আহমেদ নিয়ে স্মরণ অনুষ্ঠান।

প্রযোজনা বিভাগ স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী নেতা বিপ্লবী মাস্টার দা সূর্য সেন এবং ঔপন্যাসিক, কবি, গবেষক, ভাষা বিজ্ঞানী হুমায়ুন আজাদ-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান আয়োজন করবে।

গবেষণা ও প্রকাশনা বিভাগ আলোকচিত্রী ও উদ্ভিদ বিজ্ঞানী নওয়াজেশ আহমেদ, আলোকচিত্রী রশীদ তালুকদার এবং আলোকচিত্রশিল্পী আফতাব উদ্দিন-কে নিয়ে অনুষ্ঠান আয়োজন করবে।