শিরোনাম
ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর পরিবারের লকার জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
পাশাপাশি তার বাসা থেকে উদ্ধারকৃত ১৬ লাখ ২৫ হাজার টাকা ট্রেজারিতে রাখা ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা করারও আদেশ দেন আদালত।
আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর, রুপান্তরসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারার অপরাধের অভিযোগ অনুসন্ধান চলছে।
এ জন্য নিয়মিত মামলা দায়েরের পূর্বেই তারা লকারে অবস্থিত মালামাল অন্যত্র স্থানান্তর করতে পারেন বলে প্রতীয়মান হয়েছে। লকারে অবস্থিত উক্ত সম্পত্তি স্থানান্তর করা হলে অনুসন্ধান কার্যক্রমের ফলাফল শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য লকার জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।
গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেফতার করে। পরেরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।