বাসস
  ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:০৯

তারেক রহমানের নির্দেশে গণঅভ্যুত্থানে আহতদের বিশেষ চিকিৎসা সেবা 

গণঅভ্যুত্থানে আহতদের বিএনপির বিশেষ চিকিৎসা। ছবি : বাসস

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিভিন্ন হাসপাতালে নতুনভাবে বিশেষ চিকিৎসা সেবা শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার তারেক রহমানের পক্ষ থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত বগুড়া সদর উপজেলার নান্নু মতিনের চিকিৎসার খোঁজ নিয়েছেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য সচিব ও ড্যাবের ভাইস প্রেসিডেন্ট ডা. এরফানুল হক সিদ্দিকী।

নান্নু মতিন গত ৪ আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত হন। শরীরে প্রায় শতাধিক বুলেট নিয়ে তার চিকিৎসা শুরু হয়। তবে এখনো নান্নুর শরীরে প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট আছে। তার স্পাইনাল কর্ডেও গুরুতর সমস্যা রয়েছে। ফলে নান্নুকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নন্দলাল সাহা, ডা. এম আর হাসান, ডা. আনিকা, কৃষিবিদ নিনাদ, ছাত্রদল নেতা ডা. ফাহিম প্রমুখ।