শিরোনাম
ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫(বাসস) : সুপ্রিম কোর্টে জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানি সরাসরি সম্প্রচার চেয়ে হাইকোর্টে রিট পিটিশন পেশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী যায়েদ বিন আমজাদ, শিক্ষানবিশ আইনজীবী মাহমুদুল হাসান, সাব্বির আহমদ ও আরো চার জন আইনের ছাত্র রিটটি করেছেন।
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলা সমূহ লাইভ স্ট্রিমিং করা হয়।
আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩৫ অনুযায়ী স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিচার একটি মৌলিক অধিকার। তাই এই রিটটি করা হয়েছে। রিটে সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।