বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৭
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৬

বাসসের নবগঠিত পরিচালনা বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত

বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। ছবি : বাসস

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নবগঠিত পরিচালনা বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ রোববার সংস্থার প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এটি বাসস পরিচালনা বোর্ডের ১৮০তম এবং নবগঠিত বোর্ডের প্রথম সভা। 

বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সভাপতিত্বে সভায় বোর্ডের পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ, মুহা. জসীম উদ্দিন খান, মোহাম্মদ রফিকুল আলম, নিজামুল কবীর, মোকাররম হোসাইন, শিরিন ভরসা, ফকরুল আলম কাঞ্চন, নুরে আলম মাসুদ, ফজলুল হক ও বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ অংশগ্রহণ করেন।

গত ১০ নভেম্বর বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন- ২০০৮’র ৭ ও ৮ ধারা মোতাবেক ৩ বছরের জন্য পরিচালনা বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। 

দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনকে চেয়ারম্যান করে আরও ১২ জনকে পরিচালক করে এ বোর্ড গঠন করে সরকার।