বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৫

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলায় আহত সাংবাদিক জাবেদ হাসপাতালে

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলায় আহত সাংবাদিক জাবেদ হাসপাতালে। ছবি: বাসস

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে দণ্ডিতদের খালাসের রায় নিয়ে সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের সামনে ব্রিফিংয়ের আগ মুহূর্তে হামলায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

এর মধ্যে আহত বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আখতারকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়েছে। 

আজ সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, রায় ঘোষণার পর অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকরা আইনজীবীদের জন্য অপেক্ষা করছিলেন। এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে এক যুবক সাংবাদিকদের ঠেলে ডায়াসের সামনে ঢুকে পড়ে এবং তর্কে লিপ্ত হন। এসময় পাবনা থেকে আসা বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের কিল, ঘুসি ও লাথি মেরে আহত করেন। এতে বেশি আহত হন সাংবাদিক জাবেদ আখতার।

পরে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এসে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিক জাবেদ আখতারকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠান।

হাসপাতালে জাবেদ আখতারকে সঙ্গে থাকা এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম রফিকুল হাসান (হাসান জাবেদ) জানান, জাবেদ আখতারকে হাসপাতালে ভর্তি করে বিভিন্ন পরীক্ষার নিরীক্ষা করা হচ্ছে।

এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকরা ব্রিফিং বর্জন করে অ্যানেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।