শিরোনাম
ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে তৃণমূলের সংগ্রামী ও সফল নারীদের আত্মশক্তিকে উজ্জীবিত ও অণুপ্রাণিত করার লক্ষ্যে ‘অদম্য নারী পুরস্কার-২০২৪’ দেওয়া হবে।
আগামী ৯ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), আইস ফ্যাক্টরী রোড, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাস্থত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ উপস্থিত থাকবেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘অদম্য নারী পুরস্কার’শীর্ষক কর্মসূচির আওতায় বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার-২০২৪’ প্রদান পুরস্কার’ শীর্ষক কর্মসূচির আওতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার-২০২৪’ প্রদান করা হবে।