বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩

নড়াইলে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। ছবি: বাসস

নড়াইল, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার লোহাগড়া উপজেলার কালনা বাজারে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয়তাবাদী কৃষকদল লোহাগড়া ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি অশোক কুমার কুন্ডু। স্বাগত বক্তব্য দেন জেলা কৃষকদলের আহবায়ক মো. নবীর হোসেন।

লোহাগড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি  মো. জামিল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু,জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল কবীর চন্দন, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, জেলা  মহিলা দলের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সালেহা খাতুন, 

নড়াইল সদর উপজেলা কৃষকদলের সদস্যসচিব নেওয়াজ আহম্মেদ, লোহাগড়া ইউনিয়ন কৃষকদলের সেক্রেটারি আব্দুল গফফার। এ সময় লোহাগড়া উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশ তথা কৃষকের সার্বিক উন্নয়নে কৃষকদলের হাতকে শক্তিশালী করতে হবে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে কৃষি খাতের এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। কৃষকবান্ধব শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী কৃষকদলের নেতা-কর্মীরা কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে।