শিরোনাম
সিলেট, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ড. এ কে এনামুল হক বলেছেন, ‘সমাজের প্রতিটি সেক্টরে দুর্নীতি ঢুকে গেছে। তাই, দীর্ঘমেয়াদি চিন্তা মাথায় রেখে সংস্কার করতে হবে।’
আজ শনিবার সিলেট প্রেসক্লাব আয়োজিত সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিলেট কবি নজরুল অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ড. এনামুল বলেন, শুধুমাত্র উন্নয়ন বাজেটে গত ২০১০ থেকে ২০২৩-২৪ অর্থবছরে খরচ হয়েছে ১৬ লাখ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৭ লাখ কোটি টাকা দুর্নীতি হয়েছে। এর মধ্যে সরকারি আমলাদের ভাগ সবচেয়ে বেশি।
তিনি বলেন, সংস্কারের ব্যাপারে কমপক্ষে কিছু বিষয়ে সবাইকে একমত হওয়া দরকার। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। সংস্কারের প্রথম শর্ত হওয়া উচিত ন্যায়বোধ তৈরি করা এবং অন্যায়ের প্রতিবাদ করা। যেটা ছাত্ররা দেখিয়ে দিয়েছে। একইভাবে বিচার ব্যবস্থা, আইন ও শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন।
প্রত্যেক জায়গায় সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এক সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব না। যতটুকু সংস্কার প্রয়োজন তার ক্ষেত্রে সবাই একমত হতে পারলে আমরা জাতি হিসেবে সফল হবো।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী।
আলোচনায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম, সাবেক সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশিরসহ সিলেটের শিক্ষাবিদ, রাজনীতিবিদ পেশাজীবী ও ব্যবসায়ী নেতারা।