শিরোনাম
কিশোরগঞ্জ, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্বৃত্তদের ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অপারেশন ডেভিল হান্ট’কে স্বাগত জানিয়েছে ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আজ শনিবার সন্ধ্যায় জেলার পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই যৌথ অভিযানকে স্বাগত জানান তিনি।
নুরুল হক নুর বলেন, ‘যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে সরকার। আমরা এই অভিযানকে স্বাগত জানাই। কারণ ডাকাত, খুনি, সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোন জায়গা নাই।’
তিনি বলেন, দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র-জনতা নাগরিক যৌথভাবে কাজ করবে।
নূর আরও বলেন, সরকারকে আমরা বলেছিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী খুনির দল। এদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হলে আগামীর বাংলাদেশেও এ রকমের ফ্যাসিস্ট তৈরি হবে। খুনি, স্বৈরাচার তৈরি হবে। আমরা বারবার ছাত্র-জনতার রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না। আমরা চাই এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে অবসান ঘটুক। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক। আওয়ামী লীগের সাধারণ যে সমর্থক, নিরীহ নেতাকর্মী তারা প্রয়োজনের নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে।
পাকুন্দিয়া উপজেলা কিছু সমস্যা উল্লেখ করে তিনি বলেন, পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের ৩০ টাকার ভাড়া নাকি ৫০ টাকা করেছে। নতুন সিন্ডিকেট করে কারা। কোন কোন ক্ষেত্রে কোন কোন রাজনৈতিক দলের উৎপাতে এখনই মানুষ আবার অতিষ্ট হয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু কারো জন্য ভালো না। যারা উৎপাত করবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, গণবিরোধী কর্মকাণ্ড করবেন বেশি দূরে যাওয়া লাগবে না। আওয়ামী লীগের দিকে একটু তাকান। তাদের নির্মম-নিষ্ঠুর পতন আপনারা লক্ষ্য করুন।
তিনি বলেন, এই দেশে যারাই ক্ষমতায় থেকেছে তারা কেউ ভারতের গোলামী করে, কেউ পাকিস্তানের গোলামী করে, কেউ মার্কিন পন্থী, কেউ চিন পন্থী। কিন্তু আমরা বার বার বলছি কোনো পন্থী হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা যাবে না। বাংলাদেশের রাজনীতি করতে হলে, বাংলাদেশী মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল হতে হবে।
পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম (শহীদুল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
এ ছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণমাধ্যম সমন্বয়ক ও উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, সহ-সভাপতি শফিকুল ইসলাম (শফিক), বৈদেশিক বানিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির আহবায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার প্রমুখ।