শিরোনাম
ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ফৌজদারি আইনে বিদ্যমান জরিমানার পরিমাণ বৃদ্ধিকরণ এবং জুডিসিয়াল ম্যজিস্ট্রেটদের শাস্তি প্রদান ও জরিমানা করার এখতিয়ার বৃদ্ধিকরণ সংক্রান্ত প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন বুধবার হস্তান্তর করা হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন।
পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়।
মোট ২৮ দফা প্রস্তাবের ২১ নম্বরে রয়েছে গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে সমস্যা দূরীকরণে প্রস্তাব সংক্রান্ত অংশটি।
আইনের সংস্কার বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছে-
ফৌজদারি আইনে বিদ্যমান জরিমানার পরিমাণ বৃদ্ধিকরণ। জুডিসিয়াল ম্যজিস্ট্রেটদের শাস্তি প্রদান ও জরিমানা করার এখতিয়ার বৃদ্ধিকরণ। বাদীর আরজি ও বিবাদীর জবাবের বক্তব্য এফিডেভিটের মাধ্যমে প্রদানের বিধান করার উদ্দেশ্যে আইন সংশোধন।
এ ছাড়া দেওয়ানি মামলার বিচারপূর্ব এবং বিচার শুরুর পরবর্তী স্তরগুলির বিধানসমূহ যথাযথ সংশোধন। দেওয়ানি ও ফৌজদারি মামলা স্বল্প সময়ে নিষ্পত্তি, আদালতের সিদ্ধান্ত কার্যকরভাবে প্রয়োগ, সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা, দন্ড শুনানি, সাজা প্রদানের নীতিমালা ইত্যাদি বিষয়ে নতুন আইন প্রণয়ন।