বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮

দুর্নীতি ও অনিয়েমের অভিযোগে এনসিটিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

দুর্নীতি ও অনিয়েমের অভিযোগে এনসিটিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের অভিযান। ছবি: ‍দুদক

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজির আলম আহমেদ জানান, পাঠ্যবই ছাপানোর কার্যাদেশ প্রদানে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-তে আজ একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনসিটিবি দপ্তর পরিদর্শন করে অভিযোগ সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যান ও সচিবের বক্তব্য গ্রহণ করা হয়। ২০১৭ সালে সর্বনিম্ন দরদাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানের দর প্রস্তাবকে বিধিবহির্ভূতভাবে বাতিল করে উচ্চমূল্যে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা, তথা ভারতীয় প্রকাশনা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছিলো- এরূপ তথ্যের সত্যতা পায় দুদক টিম।

এছাড়াও অভিযানকালে দুদক টিম ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণির বিভিন্ন লটে বই মুদ্রণ সংক্রান্ত বিষয়ে টেন্ডার আহ্বান, টেন্ডারে অংশগ্রহণকারী প্রকাশনাসমূহের তথ্য, টেন্ডার মূল্যায়ন ও কার্যাদেশ প্রদানসহ প্রত্যেক বছরের বই মুদ্রণ সংক্রান্ত পরামর্শক, কাগজ ক্রয় ও মুদ্রণ তদারকি কমিটি সংক্রান্ত সকল তথ্য চাওয়া হয়। অভিযোগ সংক্রান্ত রেকর্ডপত্রসমূহ বিশ্লেষণপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে অপর একটি অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগে বর্ণিত নিয়োগ প্রক্রিয়ার সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।

এ সময় এই নিয়োগের টেন্ডার প্রক্রিয়াসহ নিয়োগ কমিটি কর্তৃক গৃহীত অন্যান্য কার্যক্রম সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। সার্বিক পরিস্থিতি পর্যালোচনান্তে অনুষ্ঠেয় পরীক্ষাটিতে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও অনিয়ম প্রতিরোধে এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও বিধিবহির্ভূতভাবে পদোন্নতি প্রদানের অপর অভিযোগের প্রেক্ষিতে সে সংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করে দুদক টিম।

তালিমুস সুন্নাহ মাদ্রাসা (পরানিয়াপাড়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানা), কক্সবাজার সদর, কক্সবাজার-এ এতিম শিক্ষার্থীদের ভুয়া তালিকা তৈরি করে সমাজসেবা অফিস থেকে ক্যাপিটেশন গ্র্যান্টের অর্থ উত্তোলন করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। এরপর কক্সবাজার সদর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।