শিরোনাম
ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বায়ুদূষণের দায়ে সংশ্লিষ্টদের ৪৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে, তা আদায় করে। এ সময় ৫টি অবৈধ ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়। আরো ১টি ইটভাটার কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশ দেয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে আজ পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ, কুমিল্লা, লহ্মীপুর, মানিকগঞ্জ ও ময়মনসিংহে ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮টি মামলা দায়ের করে।
ঢাকা মহানগরের উত্তরা এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকজন চালককে সতর্ক করা হয়।
নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে মোহাম্মদপুর, লালমাটিয়া ও আফতাবনগরে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ৭টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।