শিরোনাম
মাগুরা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার শালিখা উপজেলার ফটকী নদীর ওপর নির্মিত আড়পাড়া সেতুর সংস্কারকাজের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত মাগুরা-যশোর মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
মাগুরা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা সড়ক জোনের আওতাধীন ‘মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ’ প্রকল্পের অংশ হিসেবে ফটকী নদীর ওপর নির্মিত আড়পাড়া সেতুর সংস্কারকাজ করা হবে।
এ সময় মাগুরা-যশোর মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প রুট হিসেবে মাগুরা-ঝিনাইদহ-যশোর মহাসড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ’ প্রকল্পের অংশ হিসেবে ফটকী নদীর ওপর নির্মিত আড়পাড়া সেতুর সংস্কার কাজ করা হচ্ছে।