বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫২

ঢাকায় মেক্সিকান দূতাবাস খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রতি জোর দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিক  

মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল (আনসারি)। ফাইল ছবি

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল (আনসারি) কূটনৈতিক সম্পর্ক জোরদারে এবং ব্যবসায়িক, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ঢাকায়  মেক্সিকোর একটি দূতাবাস খোলার ওপর জোর দিয়েছেন।

গতকাল মঙ্গলবার তিনি মেক্সিকো সিটিতে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (এশিয়া-প্যাসিফিক) এরনান্দো গঞ্জালেজ সাইফের সাথে সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান। আজ এখানে পাওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে  এ কথা বলা হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত মুশফিক বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে মহাপরিচালককে অবহিত করেন এবং জোর দিয়ে বলেন যে অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।  

তিনি বিশেষ করে বাংলাদেশের আরএমজি, ফার্মাসিউকিট্যালস ও চামড়াজাত পণ্যসহ মেক্সিকোতে রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে  গুরুত্বারোপ করেন।

সাইফ রাষ্ট্রদূতের এমন ইতবাচক মানসিকতার প্রশংসা করেন এবং দুই বছর আগে পররাষ্ট্র দফতরের কনসালটেন্ট থাকাকালে তার বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।

তিনি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ (এফবিসিসিআই) গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে তার আলোচনার  বিষয়টি তুলে ধরেন।

মুশফিক বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী যৌথভাবে অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন।

উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করার পাশাপাশি সহযোগিতাকে আরও জোরদার করতে অনিষ্পন্ন বেশ কিছু চুক্তি সম্পন্ন করতে সম্মত হয়েছে।