শিরোনাম
শরীয়তপুর, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত এবং একটি পদে গণঅধিকার সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন অনুষ্ঠানে গঠিত কমিটির প্রধান সিনিয়র এডভোকেট মো. সিরাজুল হক আকন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল সভাপতি পদে এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।
এছাড়া এই প্যানেল থেকে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. জালাল আহমেদ সবুজ, সহ-সভাপতি এডভোকেট ড. আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডভোকেট সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, অর্থ-সম্পাদক মো. রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক এইচ, এম লোকমান হোসাইন, অডিট সম্পাদক জাফর ইকবাল মাসুদ, মো. সাখাওয়াত হোসেন মোল্যা, মো. মাহবুবুর রহমান স্বপন, মো. জাকির হোসেন তালুকদার, জয়নাল আবেদীন, এডভোকেট মুনিরা আক্তার।
অন্যদিকে গণঅধিকার সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন লাইব্রেরি সম্পাদক এডভোকেট মো. জাকির হুসাইন।