বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৪

মিয়ানমারে খাদশস্যের চোরাচালান প্রতিরোধে কঠোর নির্দেশ খাদ্য উপদেষ্টার

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ বিষয়ক এক সভায় বক্তৃতা করেন। ছবি : বাসস

কক্সবাজার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রতি কঠোর থাকার নির্দেশ দিয়েছেন। 

তিনি আজ বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ বিষয়ক এক সভায় এ নির্দেশ দেন।

আলী ইমাম মজুমদার বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্যের সংকট দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে সেখানে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে বিজিবিসহ দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকতে হবে।

সভা শেষে দুপুর ১টার দিকে আয়োজিত সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা বলেন, ‘খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে।

আগে থেকেই সার এবং জ্বালানি তেল চোরাচালানের একটা প্রবণতা এখানে ছিল। তাই নজরদারি অব্যাহত রাখা এবং প্রয়োজনে আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। যাতে কোনো অবস্থাতেই চোরাচালান না হতে পারে।’

দেশে বর্তমানে খাদ্যশস্যের সরকারি মজুত এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, ‘সামনে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে চালের যে কিছুটা সংকট তৈরি হয়েছিল সেটি কেটে যাবে এবং চালের দামও সহনশীল পর্যায়ে থাকবে।’

আগামী রমজানকে ঘিরে যাতে দাম সহনশীল থাকে সে বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান আলী ইমাম মজুমদার।

এরআগে জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও এপিবিএন পুলিশসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে জলসীমা ৫৪ কিলোমিটারের।