বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৬

রাজধানীর মতিঝিলে সংঘর্ষের ঘটনায় আরও একজন গ্রেফতার

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): রাজধানীর মতিঝিলে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার মামলার আসামি মো. শাহাদাৎ ফরাজী সাকিবকে (৩৫) গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ। 

বুধবার রাতে রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৫ জানুয়ারি দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ ১৭ জানুয়ারি মতিঝিল থানায় এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত মো. শাহাদাৎ ফরাজী সাকিব এ মামলার ছয় নম্বর এজাহারনামীয় আসামি। এ নিয়ে এই মামলায় মোট চারজনকে গ্রেফতার করেছে ডিবি ও মতিঝিল থানা পুলিশ।