শিরোনাম
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসের উদ্যোগে বিজিএমইএ ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ এর সহযোগিতায় গতকাল ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে ‘সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশন ম্যাচমেকিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সেশনে সার্কুলারিটি ও নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করা ১৫টি ডাচ কোম্পানির প্রতিনিধি, বাংলাদেশি পোশাক উদ্যোক্তা, পোশাক ব্র্যান্ড এবং বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।
এছাড়া অনুষ্ঠানে আরও অংশ নেন বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্যসহ পোশাক শিল্পের শীর্ষ নেতা এবং বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন থিজস ওউডস্ট্রা ও দূতাবাসের কর্মকর্তারা।
বাংলাদেশে নেদারল্যান্ডস সার্কুলার টেক্সটাইল প্রোগ্রামের অংশ হিসেবে প্রথমবারের মতো দেশটির একটি বাণিজ্য মিশন বর্তমানে বাংলাদেশ সফর করছে। এই মিশনে টেক্সটাইল খাতে উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করা ১৫টি ডাচ কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে।
ম্যাচমেকিং সভায় অংশগ্রহণকারী কোম্পানিগুলো টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা ও শ্রমিকদের অবস্থার উন্নতি এবং রিসাইক্লিং, ট্রেসেবিলিটি প্রযুক্তি এবং সার্কুলার ডিজাইনে নেদারল্যান্ডসের উদ্ভাবনগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োগ করার উদ্ভাবনী উপায় ও সমাধান নিয়ে আলোচনা করেন।
আলোচনায় ফ্যাশন শিল্পের সাথে যুক্ত পরিবেশগত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সার্কুলারিটি মডেল অনুসরণ করার গুরুত্ব উঠে আসে। এতে বলা হয়, এ ধরনের মডেল বর্জ্য (ওয়েস্ট) হ্রাস করতে এবং শিল্পের পরিবেশগত প্রভাবকে কমাতে এবং চূড়ান্তভাবে পরিবেশগত সাসটেইনেবিলিটি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে।
সেশনে অংশগ্রহণকারী পোশাক উদ্যোক্তারা বলেন, ক্রেতাদের সহযোগিতা ও সরকারের নীতি সহায়তা পেলে বাংলাদেশ নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে তার লক্ষ্য আরো উচ্চাভিলাষী করতে সক্ষম হবে ।
পোশাক শিল্পকে সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এবং বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে বাংলাদেশের পোশাক শিল্প ইতোমধ্যেই চলমান প্রকল্প, সুইচ টু সার্কুলার ইকোনমি (সুইচটুসিই)শীর্ষক প্রকল্পসহ বিভিন্ন সার্কুলারিটি উদ্যোগে যুক্ত হয়েছে। যার লক্ষ্য হচ্ছে প্রাক-ভোক্তা টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহার এবং টেকসই সম্পদ ব্যবহারের প্রসারের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে সার্কুলার ব্যবসায়িক মডেল গ্রহণকে ত্বরান্বিত করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ যেন একটি দায়িত্বশীল সোর্সিং গন্তব্য হিসেবে অবস্থান সুদৃঢ় করতে পারে, সে লক্ষ্যে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নেদারল্যান্ডস ভিত্তিক কোম্পানিগুলোর মধ্যে প্রযুক্তিগত ব্যবধান কমাতে এবং পোশাক ও টেক্সটাইল খাতের সঙ্গে ব্যবসায়িক সহযোগিতাকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে টেক্সটাইল ট্রেড মিশন ম্যাচমেকিং সেশনের আয়োজন করা হয়।
সেশনে অংশগ্রহণকারী ডাচ কোম্পানি ও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য ও টেকসই শক্তি উৎপাদনের দিকে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।