বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৫

গ্রাম আদালত ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির কর্মশালা ২৫ ফেব্রুয়ারি

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): গ্রাম আদালত ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সক্রিয়করণ সংক্রান্ত দুই দিনব্যাপী কর্মশালা ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

কক্সবাজার হোটেল সিগালে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। সারাদেশের ৫০জন জেলা লিগ্যাল-এইড অফিসারকে এ কর্মশালার জন্য মনোনিত করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) মো. শহীদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিস্তারিত সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।