শিরোনাম
সিলেট, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ন্যায় ও ইনসাফের পলিসিই হবে নতুন বন্দোবস্ত। এখানে আর কোনো বাকশাল ও ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, কোনো রাজনৈতিক দল ভারতের তাঁবেদারি করবে, বাংলাদেশের মানুষ তা আর হতে দেবে না। পতিত আওয়ামী লীগারদের মতো বেহায়াদের, মানবতাবিরোধী অপরাধীদের মানুষ আর রাজনীতি করতে দেবে না। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
তিনি বলেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দল হিসেবে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে।
বিশিষ্ট নাগরিকের নামে আওয়ামী লীগের খুনের রাজনীতিকে যারা বৈধতা দিতে চায় তাদের ব্যাপারে বাংলাদেশের সাধারণ জনগণই যথেষ্ট বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির এই নেতা।
আখতার হোসেন বলেন, বাংলাদেশের কোনো মানুষই আর এই নির্লজ্জ বেহায়া, খুনি, স্বৈরাচার, ফ্যাসিবাদী, মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না। আমরা সামনের বাংলাদেশে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের জনগণের ওপর ভয়ঙ্কর অভিশাপ চাপিয়ে দেওয়া কোনো খুনিকে দেখতে চাই না।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এটুকু শপথের কথা বলতে চাই, আমাদের ভাইয়েরা শহিদ হয়েছেন, গাজীপুরের এক ভাইয়ের জানাজা গতকাল আমরা পড়েছি। আরেক শহিদ ভাইয়ের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে আজকে। এখন পর্যন্ত আমাদের ভাইদের কবরের মাটি কাঁচা রয়েছে। এই সময়ে যারা কালচারাল ফ্যাসিবাদী আছেন, যারা বিশিষ্ট নাগরিকের নামে খুনি হাসিনার প্রেতাত্মাদের পক্ষ রাজনীতি করছেন। যারা বাংলাদেশ আওয়ামী লীগের খুনের রাজনীতিকে বৈধতা দিতে চায় রাজপথে তাদের জবাব দেওয়া হবে।
সভায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘আমাদের আগে ফ্যাসিস্ট কাঠামো ধ্বংস করতে হবে। এরপর নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এ জন্য আদর্শ প্রশাসনিক কাঠামো প্রয়োজন। পার্টি গঠনের পাশাপাশি আমরা রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিচ্ছি। এর বাস্তবায়নে তরুণ জনগোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে হবে।
জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা আয়োজন করা হয়। নগরের রিকাবিবাজারের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখপাত্র সামান্তা শারমিন।
জাতীয় নাগরিক কমিটির সিলেট মহানগর সংগঠক ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে ও আজহার উদ্দিন খানের পরিচালনায় সভায় অতিথি হিসেবে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন, আরেফিন মো. হিজবুল্লাহ, আব্দুল্লাহ আল আমীন, দ্যুতি অরুণ চৌধুরী, সাদিয়া ফারজানা দিনা, অর্পিতা শ্যামা দেব, এহতেশাম হক ও প্রীতম দাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, শাবিপ্রবির সমন্বয়ক নাসিম, দেলওয়ার হোসেন শিশির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা সভাপতি আক্তার হোসেন ও মুখপাত্র মালেকা খাতুন সারা, সার্চ কমিটির মধ্য থেকে নাজিম উদ্দিন সাহান, আব্দুর রহিম, ফয়ছল আহমদ, পেশাজীবীদের মধ্যে ডা. খালেদ মাহমুদ, অ্যাডভোকেট জোছনা ইসলাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, মো. রেজাউল ইসলাম প্রমুখ।
সভায় বিগত জুলাই আন্দোলনে সিলেটের নিহত শহিদ পরিবারের সদস্যদের মধ্যে থেকে এবং আহতদের অনেকেই অনুভুতি প্রকাশ করে বক্তব্য দেন।