বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০

বিএনপিতে সুযোগ সন্ধানীদের জায়গা হবে না : মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নয়া পল্টনে আজ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: বাসস

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানীদের বিএনপিতে জায়গা হবে না।’

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, এই সময়ে আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানী কিছু লোক বিএনপির নতুন করে সদস্য হওয়া চেষ্টা করবেন। যারা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না, তারা আমাদের ক্ষতিই করবে। সুতরাং তাদেরকেও আমাদের সদস্য করা যাবে না।

তিনি বলেন, দলের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ আমাদেরকে খুবই সাবধান হতে হবে, সচেতন থাকতে হবে। যদি নবায়নের সময়ে দেখা যায় ওই ব্যক্তি সংগঠন বিরোধী কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত আছে, দলের দুর্নাম হচ্ছে, এমন কোনো অপকর্মের সঙ্গে জড়িত আছে, এমন কোনো ব্যক্তিকে সদস্য নবায়ন করা যাবে না।

মির্জা আব্বাস বলেন, এজন্য বলতে পারেন দলের লোকের সদস্য সংখ্যা কমে যাবে। আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ানটিটিতে নয়, কোয়ালিটি চাই, ভালো লোক চাই। আমাদের হাজার-হাজার লোকের দরকার নাই। আমাদের খুব সলিড ১০টা লোক হলে চলবে। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসবে, দলকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, প্রয়োজনে ঝড়ঝাপটা মোকাবিলা করবে।

রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ার প্রস্তুতি চলছে উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, সিন্ডিকেট তাদের কাজ করেই যাচ্ছে, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করেনি।

তিনি বলেন, সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই এবং এরা এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দেয়ার চেষ্টা করছে। আমরা যতই বলি এই সরকারকে সহযোগিতা করবো, করছি, এই সরকারকে ব্যর্থ হতে দেবো না, ততই যেন সিন্ডিকেটের কাজকার্ম বেড়ে যায়, ততই যেন দুস্কৃতিকারীরা বেশি আস্কারা পাচ্ছে।

মির্জা আব্বাস বলেন, কয়েকদিন আগে অভিযান শুরু হয়েছে ভালো। কিন্তু হাতের সামনে যে ডেভিলরা রয়ে গেছে তাদের ধরছেন না কেনো? যে ডেভিলরা আগস্ট মাসের ২ অথবা ৩ তারিখ তৎকালীন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলো- আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই। এদেরকে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ভণ্ড রাজনৈতিক দলের মুখোশ খুলে দিতে হবে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আজকে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন দুই-একটি রাজনৈতিক দল ও দুই-একজন রাজনৈতিক ব্যক্তি। যারা এ সময় যে কোনো মূল্যে স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছিলো।

তিনি বলেন,  যদি কারো খেয়াল না থাকলে ২ ও ৩ আগস্টের টেলিভিশনের খবরগুলো দয়া করে দেখেন সবগুলো ডেভিল, সবগুলো শয়তানকে পেয়ে যাবেন যাদের উস্কানিতে ৪ ও ৫ আগস্টে সারাদেশে ছাত্র-জনতার ওপরে গুলি চালানো হয়েছিল, যাদের উস্কানিতে আজকে দেশে দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার-হাজার মা-বোনের বুক খালি হয়েছে, এদের কিছু হচ্ছে না।

কারণ, ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বার-বার আমাদেরকে দোষারোপ করে। আসলে নিজের দোষ ঢাকতে দিয়ে বিএনপি ওপরে দোষারোপ করছে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে উন্মোচন করে দেয়া, যারা কিনা লেবাস পরে অন্যদলকে দোষারোপ করার চেষ্টা করে, তাদের প্রকৃত অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরা।

মির্জা আব্বাস বলেন, আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন। আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাল্লাহ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, ফরহাদ হোসেন, আবদুস সাত্তার, মনির হোসেন চেয়ারম্যান, সাইদুর রহমান মিন্টু ও শরীফ হোসেনসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।