বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৯

ইসলামই সকল মানুষের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করেছে: মুফতি ফয়জুল করীম

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ফাইল ছবি

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ইসলামই সকল শ্রেণি-পেশা ধর্ম-বর্ণের মানুষের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করেছে।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ে তুলতে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি। সংস্কার শেষ করে কালো টাকা ও পেশী শক্তিমুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এজন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। গতানুগতিক নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার কোন মানে হয় না।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রাজনৈতিক শুদ্ধাচার ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে কার্যকরী নির্বাচন ব্যবস্থা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা লাভের পর ৫৩ বছরে তিনটি দলের শাসনে মানুষ দেখেছে শোষণ আর প্রবঞ্চনা। কাজেই এদেশের ভবিষ্যত হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া মানবতার মুক্তি ফিরে আসবে না।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ শাহাদাত প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, নগর দক্ষিণ সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার, শ্রমিকনেতা শাহাদাত হোসাইন, মাওলানা কামাল উদ্দিন, ডা. মজিবুর রহমান, মুহাম্মদ ইমাম হোসেন ভুঁইয়া, মাওলানা আল আমিনসহ নগর নেতারা।