বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৯

সুষ্ঠু নির্বাচনে জন্য প্রয়োজনীয় সংস্কার আগে করতে হবে: ড. মাহমুদুর রহমান

ড. মাহমুদুর রহমান। ফাইল ছবি

সিলেট, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : দৈনিক আমার দেশ এর সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করতে হবে। অন্যথায় নির্বাচন ফলপ্রসু হবে না। কাজেই সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার করতে হবে।’

তিনি আজ শনিবার বিকেলে সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘যাদের বয়স ১৮ বছর হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন ঠিক হবে না। ভোটার তালিকা হালনাগাদের পরে আসন বিন্যাস করতে হবে। প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের না সরাতে পারলে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। এগুলো অতি গুরুত্বপূর্ণ সংস্কার।’

তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে যারা সরকারে আসবেন তারা যাতে ফ্যাসিবাদী না হয়ে ওঠেন তার জন্য রূপরেখা তৈরি করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সব দলের ঐকমত্যের ভিত্তিতে এই রূপরেখা হবে। যা পরবর্তী পার্লামেন্টে আইন হিসেবে গ্রহণ করা হবে। এই কাজগুলো নির্বাচনের আগে হওয়া উচিত।

দৈনিক আমার দেশ সম্পাদক বলেন, ‘আমাদের লড়াই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে। আমাদের ঘাড়ের ওপর যে ফ্যাসিবাদ চেপে ভারতের পুতুল সরকারের ভূমিকা পালন করেছিল, একইসঙ্গে ভারতীয় আধিপত্যবাদ এবং এদেশে থাকা তাদের এজেন্টদের বিরুদ্ধে আমাদের অবস্থান। কিন্তু ভারতের জনগণের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই।’

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, ‘একুশে পদক অর্জন আমার একার নয়, দৈনিক আমার দেশ পত্রিকার  সব সাংবাদিক এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তাদের সবার।’

জুলাই অভ্যূত্থানে শহিদ সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণ করে তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পেছনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সহসভাপতি এনামুল হক জুবের, মোহাম্মদ বদরুদ্দোজা বদর, মুহাম্মদ আমজাদ হোসাইন, আবদুল কাদের তাপাদার, হুমায়ূন রশিদ চৌধুরী ও এম এ হান্নান, সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুল রাজ্জাক, সদস্য কামকামুর রাজ্জাক রুনু, জিয়াউস-শামস-শাহীন, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. ফয়ছল আলম প্রমুখ।