শিরোনাম
ঢাকা (উত্তর), ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিশিষ্ট কলামিস্ট এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মুসলিম ইতিহাস সম্পর্কে জানার ব্যাপারে ছাত্রদের উদ্বুদ্ধ করে দেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে দায়িত্ব নেওয়ার লক্ষ্যে এখন থেকেই নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বই পড়ার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আজ বুধবার গুলশানে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের সপ্তাহব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফখরুদ্দিন মো. কেফায়েত উল্লাহ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। এ উপলক্ষে ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
উল্লেখ্য, গতকাল ছাত্রীদের আলাদা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. আশরাফী হোসাইন।