শিরোনাম
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দেশের বীমা কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভা করতে পারবে না। এখন থেকে প্রত্যেককে সকল প্রকার সভায় অবশ্যই সশরীরে অংশগ্রহণ করতে হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ইডরা) পক্ষ থেকে এ আদেশ যথাযথভাবে পরিপালন করার জন্য সকল বীমা প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।
ইডরার ১৭৯তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীমা খাতের 'লাইফ এবং নন-লাইফ বীমাকারী কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কোনো কমিটির কোনো সভা ভার্চুয়ালি করা যাবে না। এছাড়া পর্ষদের কোনো সভায় কোনো ব্যক্তি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে।