বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৭

দেশি-বিদেশি সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স, ২০২৫ এ অংশগ্রহণকারী বাংলাদেশসহ ১৮টি দেশের ৯৬ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। 

আজ বৃহস্পতিবার তারা ঢাকার শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। 

এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, হেড অব ডেলিগেশন হিসেবে মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। 

পরিদর্শন উপলক্ষ্যে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এরপর প্রশ্ন-উত্তর পর্বে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।