শিরোনাম
ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহ-২০২৫’র পুরস্কার বিতরণী আজ বৃহস্পতিবার কলেজ’র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ভাইস চেয়ারম্যান ড. আহমেদ জামিল ইব্রাহীম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা, বিডিআরসিএস’র পরিচালক (স্বাস্থ্য) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এসএম হুমায়ুন কবীর, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, হলি ফ্যামিলি হাসপাতালের উপ-পরিচালক ডা. এ.কে.এম মাসুদ আকতার জিতু ও সহকারী পরিচালক ডা. কে. এম. জিয়াউর রহমান,বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনসহ ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কলেজের বিভিন্ন বিভাগীয় অধ্যাপক, চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ।