বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯

একুশের মূল চেতনা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা: ইকবাল হাসান টুকু

আজ সিরাজগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা বিএনপির প্রভাতফেরিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একুশের মূল চেতনাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা।

তিনি বলেন, একুশের চেতনায় অনুপ্রাণিত হয়ে শত অত্যাচার-নির্যাতনের মুখেও পিছু না হটে ছাত্র জনতা যে তীব্র গণআন্দোলন গড়ে তোলে, সেই গণআন্দোলন গণঅভ্যুত্থানে বিশ্বের এক নিষ্ঠুর ও নিকৃষ্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটে। 

তিনি বলেন, ‘একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহংকার। বায়ান্নর এই দিনে বাংলা মায়ের দামাল সন্তানরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবনোৎসর্গ করে সারা পৃথিবীতে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন।’ 

আজ শুক্রবার ভোরে সিরাজগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা বিএনপির প্রভাতফেরিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপানের সামনে থেকে ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে জেলা বিএনপির প্রভাতফেরিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ সময় জাসাসের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জে ইবি রোডস্থ বায়ান্নর ভাষাআন্দোলনের প্রথম শহীদ মিনারে যেয়ে প্রভাতফেরি শেষ হয়। পরে শহীদ মিনারে বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।