বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯

ব্রি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে। ছবি : বাসস

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) যথাযথ মর্যাদার সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইনস্টিটিউটের গাজীপুর সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এবং কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  

এরপর একটি প্রভাত ফেরি ব্রি’র বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মাদ খালেকুজ্জামান। পরে ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন, বিআরআরআই উচ্চ বিদ্যালয় এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রি’র মহাপরিচালক। ব্রি’র উদ্ভিদ প্রজনণ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এখলাছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির আহবায়ক ও পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আনোয়ারুল হক এবং পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।