শিরোনাম
চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন বিভিন্ন থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ত ও নাশকতাকারী ওলামা লীগের সভাপতিসহ আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার (২৩ ফেব্রুয়ারি) নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ওলামা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- নূর মোহাম্মদ (৪১), আবদুল আলী ওরফে বাদশা (১৯), মো. রাসেল, মোশারফ হোসেন (৩৫), রানা কান্তি দেব (২৫), সাগর মিয়া (২৩), মাসুমের রহমান (৩২), মো. আ. মাবুদ ওরফে লেদু (২৬), শাওন আহমেদ (২৮), সুমন দাশ (৩৯), মো. সোলাইমান (৩৫), মো. ফারুক (৩৩), মো. আসলাম (৪৫), আবুল কালাম রাজন (৩৫), মো. জুয়েল (২৯), ইশা আক্তার (৩০), মিজানুর রহমান (৩১), মো. আলমগীর (৪৫), মো. ইব্রাহিম (৫০), জাহিদুল ইসলাম ওরফে ইমন (২১) আহম্মদ নুর (৪৯) ও মাওলানা মোহাম্মদ ইউনুছ অহিদি (৬৫)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার চান্দগাঁও থানার একটি মামলার আসামী মাওলানা মোহাম্মদ ইউনুছ অহিদি। সে কর্ণফুলী থানার শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ড ফোরকান মাস্টারের বাড়ির মৃত আলী আহমেদের ছেলে ও উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি ছিলেন।
সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগসহ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে দায়ের হওয়া এক বা একাধিক মামলা রয়েছে।
এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।