বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

খরার পূর্বাভাস ও জলবায়ু অভিযোজন তহবিল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

বাংলাদেশে খরা ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে শনিবার পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) ভবনে, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক পরামর্শ সভায় খরা পূর্বাভাস ব্যবস্থা উন্নতকরণ, টেকসই পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু অভিযোজন তহবিল বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বক্তারা। 

স্থানীয়ভাবে প্রচলিত খরা প্রশমন ব্যবস্থা, খরা সহনশীলতা বৃদ্ধিতে অংশীদারিত্বমূলক উদ্যোগ গড়ে তোলা এবং তরুণদের খরা প্রশমন কার্যক্রমে সম্পৃক্ত করার গুরুত্বও তুলে ধরেন তারা।

বাংলাদেশে খরা ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে গতকাল শনিবার পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) ভবনে, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ (বিডব্লিউপি) আয়োজিত এই অনুষ্ঠানে খরা পূর্বাভাস ব্যবস্থা উন্নয়ন, প্রশমন কৌশল ও নীতিগত কাঠামো শক্তিশালীকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়; যা বাংলাদেশের খরা মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করবে। 

সভার শুরুতে বিডব্লিউপি’র মহাসচিব মো. সিদ্দিকুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। 

তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান খরা ঝুঁকি মোকাবিলায় সমন্বিত কৌশল ও আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। 

এসময় সরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করে বাংলাদেশের খরা মোকাবিলার প্রস্তুতি ও প্রতিক্রিয়া ব্যবস্থা উন্নয়নের জন্য বাস্তবভিত্তিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। 

গ্লোবাল ওয়াটার পার্টনারশিপের (জিডব্লিউপি) আঞ্চলিক পরিষদের সদস্য অধ্যাপক ড. মনোয়ার হোসেন খরার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে বিডব্লিউপি’র নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আইডব্লিউএম বিভাগের সাবেক প্রধান ড. মো. আবদুর রশিদ প্রান্তিক পর্যায়ে খরা গবেষণার ওপর গুরুত্বারোপ করেন, যা মাঠপর্যায়ে বাস্তবসম্মত কৌশল গ্রহণে সহায়তা করবে। 

কারিগরি অধিবেশনে বিডব্লিউপির কান্ট্রি কোঅর্ডিনেটর নাজমুন নাহার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক খরা ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রশমন কৌশলের একটি পর্যালোচনা উপস্থাপন করেন।