বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮

জনগণের ওপর করের বোঝা নয়, স্বস্তিদায়ক ব্যবস্থা নিশ্চিত করতে চাই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণকে করের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাই না। বরং করদাতাদের জন্য স্বস্তিদায়ক ব্যবস্থা নিশ্চিত করতে চাই।’

তিনি চট্টগ্রামকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে নিয়মিত কর পরিশোধ করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নগরের ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে চসিকের উদ্যোগে ‘কর মেলা ২০২৫’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এ কথা বলেন।

শহরের অবকাঠামো রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত অর্থনৈতিক সহায়তা পাওয়া যাচ্ছে না জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চসিককে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিভিন্নভাবে আমরা কর আদায় বাড়ানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই বন্দরকে আমরা চিঠি লিখেছি। আমাদের যে ন্যায্য কর তা যাতে

আমাদের দেওয়া হয়। সড়কে বন্দরের পণ্য পরিবহনকারী ৭০-৮০ টনের যান চলাচল করায় রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। অথচ, অবকাঠামো রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত অর্থনৈতিক সহায়তা পাওয়া যাচ্ছে না।

বন্দর থেকে যথাযথ কর আদায় করা সময়ের দাবি উল্লেখ করে মেয়র বলেন, বিভিন্ন সংস্থাসহ এখনো যারা কর দিচ্ছে না, তাদেরকে কর প্রদানের আহ্বান জানাচ্ছি। বিভিন্ন জায়গায় সরকারি অনেক কর বাকি আছে। আমরা সময়মত কর প্রদান করে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দেয়ার চেষ্টা করছি। হোল্ডিং ট্যাক্স ঠিকমত পেলে আমরা শহরকে সুন্দর করতে পারব।

তিনি বলেন, ট্রেড-লাইসেন্স অটোমেশনের আওতায় এসে গেছে। শিগগিরই হোল্ডিং ট্যাক্স অনলাইনে পরিশোধের সুবিধা চালু করা হবে যাতে নাগরিকরা হয়রানিমুক্তভাবে কর প্রদান করতে পারেন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মেলায় প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানিসহ রাজস্ব বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর মেলায় হোল্ডিং কর, ই-ট্রেড লাইসেন্স’র শতভাগ সারচার্জ মওকুফ, আপিল শুনানি এবং বিভিন্ন তথ্য প্রদানের সুযোগ-সুবিধা রয়েছে। সহজে কর পরিশোধ করার  জন্য দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।