বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। ছবি: সংগৃহীত
বান্দরবান, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৬ বছর দেশে নৈরাজ্য করেছে। তাদের নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না।
বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, পার্বত্য এলাকার ১১টি পাহাড়ী জাতিগোষ্ঠীর পাশাপাশি বাঙালি সবাই মিলে বসবাস করছি। আমরা সবাই বাংলাদেশী, আমাদের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
আজ বান্দরবান রাজার মাঠে জেলা বিএনপি আয়োজিত মহাসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
মহাসমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রধান বক্তা ছিলেন।
বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে এতে দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হারুন-অর—রশিদ (ভিপি হারুন), সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং এবং বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মো.ওসমান গণি বক্তব্য রাখেন।