বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৮

দেশকে অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্র চালাচ্ছে ফ্যসিস্ট’র দোসররা: বুলু

আজ বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলি মাজার সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু। ছবি: বাসস

বাগেরহাট, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ফ্যাসিস্ট রেজিমের দীর্ঘ সতের বছরের বন্ধ্যাত্ব কাটিয়ে দেশ যখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে, ঠিক তখনই স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
 
তিনি স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার স্বার্থেই অনতিবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার আহবান জানিয়েছেন।

বরকত উল্লাহ বুলু আজ রোববার বিকেলে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলি মাজার সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের লক্ষ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবীতে দেশব্যাপী সমাবেশ করার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়।

বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু পতিত স্বৈরাচারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উত্থাপন করে বলেন, ‘চেতনাকে পুঁজি করে গণতন্ত্র ভুলুন্ঠন, গুম, খুন, চাঁদাবাজি, দুর্নীতি, বাজার সিন্ডিকেটসহ এমন কোন পাপ অবশিষ্ট নেই, যা সময়ের ঘৃণিত শাসক আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনী হাসিনা করেনি। হাসিনা দেশে এমন এক স্বৈরাচারী শাসন ব্যবস্থা করে রেখেছিল যে, মানুষ তার অধিকার চাওয়া দূরে থাক কথা বলতেই ভয় পেত, যেন উদ্ভট এক উটের পিঠে চলছিলো আমাদের প্রিয় মাতৃভুমি।

তিনি বলেন,‘দেশে ধর্মীয় বিভেদের অপচেষ্টা চালানো হচ্ছে। সাম্প্রদায়িক সহিংসতার এই পুরো বিষয়টাকে মাথায় রেখে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। যতদ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচন দিতে হবে।’

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম,  বিএনপি’র নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান,   কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু,বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এ, এম,এ সালাম,সদস্য সচিব মোজাফফর রহমান আলম,বিএনপি নেতা খান মনিরুল ইসলাম মনি, ডক্টর ফরিদুল ইসলাম, ডক্টর মনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার মাসুদ রানা,ফারজানা জাহান নিপা,শাহিদা আক্তার,ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ এ সমাবেশে বক্তৃতা করেন।