বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান রিমান্ডে

মজিদ খান । ছবি : বাসস

হবিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলা মামলায় সাবেক এমপি মজিদ খানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে জেলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট এর বিচারক দেলোয়ার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মহরম চান বাদী হয়ে গত ৯ অক্টোবর হবিগঞ্জ ২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের আসামী করে একটি মামলা দায়ের করেন।

আদালতে ওই মামলায় সদর থানা পুলিশ মজিদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য  ৭ দিনের রিমান্ড আবেদন করেন ।
মামলার আইনজীবী  এ্যাড. এম এ মজিদ  জানান, আদালতে দীর্ঘ শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।