শিরোনাম
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ ও দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি’র (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সাথে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হলেও পরে তিনি বিএনপিতে যোগ দেন। তাঁর রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। দেশের জন্য, জনগণের জন্য কাজ করেছেন সবসময়।
তাঁরা আবদুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।