শিরোনাম
মেহেরপুর, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, যে দলের বিরুদ্ধে কাজ করবে সে ছিটকে পড়বে। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু দলের বিরুদ্ধে কাজ করা যাবে না।
আজ মঙ্গলবার মেহেরপুর সরকারি কলেজ মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য এ সময় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যের বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ স্বনির্ভর হয়। ডুবে থাকা দেশকে স্বনির্ভরতা এনে দিতে তারেক রহমানের নির্দেশে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে ৬০ লাখ বিএনপির নেতা কর্মীর নামে মামলা করেছিল ফ্যাসিবাদি সরকার। শেখ মুজিব সকল রাজনৈতিক দল বন্ধ করে বাকশাল কায়েম করেছিল। ৪টি পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে সাংবাদিকদের বাক স্বাধীনতা হরণ করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সকল রাজনৈতিক দল এবং পত্রপত্রিকা মুক্ত করে দিয়েছিলেন। জাতীয় প্রেসক্লাবে বিল্ডিং করে দিয়েছিলেন। সেই বিল্ডিংয়ের জিয়াউর রহমানের নাম ফলক ঢেকে রাখা হয়েছিল।
জেলা বিএনপির আহবায়ক কমিটি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, পৌর কলেজের প্রভাষক যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, শিক্ষক নেতা জাকির হোসেনসহ আরও অনেকে।
মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মেদ, যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, বিএনপি নেতা আলমগীর হোসেন, মেহেরপুর জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আজমল হোসেন মিন্টু, যুগ্ম আহবায়ক ফিরোজুর রহমান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লিয়ার, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতি সংস্থার সাধারণ সম্পাদক বাকা বিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এহান উদ্দিন মনা প্রমুখ।