বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৪
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৮

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে ধর্ম উপদেষ্টার শোক

বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। ফাইল ছবি

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মৎস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় ধর্ম উপদেষ্টা প্রয়াত আবদুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আবদুল্লাহ আল নোমান আজ মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।