শিরোনাম
চট্টগ্রাম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপি গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার মাগফিরাত কামনায় তিন দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।
এ ছাড়া আগামী শুক্রবার জানাযা শেষে তাকে রাউজানের গ্রামের বাড়িতে দাফন করা হবে।
শোক কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ জোহর নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মরহুম আব্দুল্লাহ আল নোমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আবদুল্লাহ আল নোমানের একমাত্র সন্তান সাঈদ আল নোমান বাসসকে বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে তার বড় বোনের আগমনের অপেক্ষা করছেন তারা। আশা করছি তারা বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর আসরের নামাজের পর গ্রামের বাড়ি রাউজানের গহিরা কলেজ মাঠে আরেকটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বাবা।’
মহানগর বিএনপির তিন দিনের শোক কর্মসূচির মধ্যে রয়েছে- বিএনপির নেতাকর্মীরা শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করবেন, চট্টগ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ডে মরহুম আব্দুল্লাহ আল নোমানের আত্মার শান্তির জন্য খতমে কোরআন অনুষ্ঠিত হবে, নগরীর বিভিন্ন এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে।
এসব শোক কর্মসূচিতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে মহানগর বিএনপির পক্ষ থেকে।
এদিকে সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও দেশবরেণ্য রাজনীতিবিদ আব্দুল আল নোমানের ইন্তেকালে মহানগর বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বলেন, আব্দুল আল নোমান ছিলেন একজন সৎ, নীতিবান ও আপোষহীন রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তিনি স্থানীয় রাজনীতি থেকে জাতীয় পর্যায়ে এক বিশিষ্ট গণনেতায় পরিণত হন। দেশ ও জনগণের কল্যাণে তিনি আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশবাসীর কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন গভীর শোক প্রকাশ করে বলেছেন, তার মৃত্যুর সংবাদ ছিল আমার জন্য ভীষণ কষ্টের। তার হাত ধরেই আমরা রাজনীতি শুরু করেছি। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী কিংবদন্তি রাজনীতিবিদ। তিনি কেবল চট্টগ্রাম নয় বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এক কিংবদন্তি পুরুষ।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াত।
গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে মহানগর জামায়াতের আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন উল্লেখ করেন, ‘আবদুল্লাহ আল নোমান একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে বিএনপির রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে। আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত এবং তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান এক বিবৃতিতে আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, জনগণের কল্যাণে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ আজও চট্টগ্রামের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এক শোকবার্তায় উপাচার্য বলেন, আমৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন চট্টগ্রামের এই কৃতী সন্তান। তার হাত ধরেই প্রতিষ্ঠা লাভ করে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিবার। উপাচার্য প্রফেসর ড. এম. নাজিম উদ্দিন ও রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া এক বিবৃতিতে বলেন, তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বিশেষ করে শিক্ষা ও জনসেবার ক্ষেত্রে তার অবদান আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ ছাড়া প্রবীণ রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর এস এম নছরুল কদির, ডেমোক্রেটিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ও চট্টগ্রাম মহানগর সভাপতি বি এম সাইদুল হক, সিনিয়র সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।