বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৬

হত্যা মামলায় আনিসুল হক ৬, মামুন ৩ দিনের রিমান্ডে

আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফাইল ছবি

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : যাত্রাবাড়ী থানার  ওয়াসিম শেখ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

একইসঙ্গে যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন হত্যা মামলায় আনিসুল হক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় এই পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর জিহাদ হোসেন হত্যা মামলায় আনিসুল ও মামুনের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ওয়াসিম শেখ হত্যা মামলায় আনিসুল হকের তিন দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিযে যাওয়ার সময়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে  আনিসুল হককে গ্রেফতার করা হয়। গত ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।