বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০

অসচ্ছল বিচারপ্রার্থীদের ২৩৯ কোটি ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি  ২০২৪ (বাসস) : অসচ্ছল বিচারপ্রার্থীদের ২৩৯ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫৯৬ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে জাতীয় আইনগত সতায়তা সংস্থা (লিগ্যাল এইড)।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, সংস্থার অধীনে দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে  ২৩২ কোটি ৬২ লাখ ১৩ হাজার ৩৮১ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে  ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা অসচ্ছল বিচারপ্রার্থীদের ক্ষতিপূরণ আদায় করে দেযা হয়েছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে 'আইনগত সহায়তা প্রদান আইনের' অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।