শিরোনাম
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : তামাকজনিত রোগ ও অকালমৃত্যুর ঝুঁকি কমাতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবিতে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার জিয়া উদ্যানের সামনের সড়কে ‘শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবি’ শীর্ষক এই মিনি ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন।
ম্যারাথনটি জিয়া উদ্যানের সামনের সড়ক থেকে শুরু হয়ে গণভবন সংলগ্ন সড়কে প্রদক্ষিণ করে পুনরায় জিয়া উদ্যানের সামনে এসে শেষ হয়। ম্যারাথনে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে মিনি ম্যরাথনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
উদ্বোধনী অনুষ্ঠানেন বিশেষ অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে প্রতিবছর দেশে ১ লাখ ৬১ হাজার ২৫৩ জন মানুষ অকালে মারা যায়। একই সাথে তামাকজনিত রোগের চিকিৎসায় বছরে ৪২ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়। তাই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে শক্তিশালী করা হলে প্রতিরোধযোগ্য মৃত্যু ও এ সংক্রান্ত রোগের চিকিৎসা ব্যয়ও কমে আসবে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দেশে প্রাপ্তবয়স্কদের ৩৫ দশমিক ৩ শতাংশ মানুষ তামাক ব্যবহার করে, যার মধ্যে ১৮ শতাংশ ধূমপান এবং ২০ দশমিক ৬ শতাংশ ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য সেবন করে। একই সাথে ১৩-১৫ বছর বয়সী শিক্ষার্থীদের ৬ দশমিক ৯ শতাংশ তামাক ব্যবহার করছে। যা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে হলে আইনের প্রয়োজনীয় ধারা সংশোধন করা প্রয়োজন।
ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, সুস্থ থাকতে হলে আমাদের জীবনাচরণে পরিবর্তন আনতে হবে। আর এই পরিবর্তন আনার জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে। এ জন্য পাবলিক প্লেসকে শতভাগ ধূমপানমুক্ত করতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র আলোকে সংশোধন করতে হবে।
এ ছাড়াও মিনি ম্যারাথনে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ভাসকুলার সার্জন ডা. সাকলায়েন রাসেল, হার্ট ফাউন্ডেশন তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির পরামর্শক নাইমুল আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।