শিরোনাম
ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য শাহিদা রফিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
আজ সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসস'কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে গিয়ে তিনি আহত হয়েছিলেন। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।
দলের বর্ধিত সভায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।
গতকাল শনিবার সকালে হঠাৎ করে শাহিদা রফিকের ব্লাড প্রেসার অনেক কমে যাওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তার কিডনি ও হার্ট স্বাভাবিকভাবে কাজ করছিল না বলে তখন জানানো হয়েছিল।