বাসস
  ০২ মার্চ ২০২৫, ১৬:৫০

মতিঝিলে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মো. আল-আমিন (৩৮) ও মামুন শেখ (৪০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি-লালবাগ বিভাগ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহের আনুমানিক মুল্য ১৫ লক্ষ টাকা।

এ ঘটনায় মতিঝিল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।