শিরোনাম
ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস): জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, সময় এসেছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র্যতা কমিয়ে আনার। সমাজে ইনসাফ কায়েম না হওয়ার কারণে বিগত দিনগুলোতে আয়নাঘরে অন্তরীণ করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মহা উৎসব করেছিল আওয়ামী লীগ।
রোববার আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে আয়োজিত গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত বছরগুলোর মত এবারও পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই গণইফতার কার্যক্রমের আয়োজন করেছে এবি পার্টি। এই কার্যক্রমে প্রতিদিন এক হাজার ছিন্নমূল, অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণ করা হবে। হাফেজ মোহাম্মদ শেখ আশরাফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণইফতার কার্যক্রম শুরু হয়।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রব ইউসুফী সকলকে রমজানের শিক্ষা গ্রহণ করে সৎ জীবন যাপন করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা সালেহ উদ্দিন আহমেদ বলেন, গণইফতার কার্যক্রম এবি পার্টির এক অনন্য কর্মসূচি যার মাধ্যমে আমরা সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ইফতারে অংশ নিতে পারছি। গণইফতারে অন্যদের মধ্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার আব্দুল সানি হক, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লে কর্ণেল (অব:) হেলাল উদ্দিন আহমেদ, লে. কর্নেল অব দিদারুল আলম, বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আমজাদ খান, যুব সদস্য সচিব হাদিউজ্জামান, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাশার, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ ও কেফায়েত হোসাইন তানভীর।