শিরোনাম
ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের বিরূদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, সংস্থার প্রধান কার্যালয়ে উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
আকাশ কুমার ভৌমিক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি ৯৬ লাখ ১৯৬ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
এছাড়া আকাশ কুমার ভৌমিকের স্ত্রী পপি রানী ভৌমিক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬৪৯ টাকা মূলোর সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।