শিরোনাম
ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস): জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, আক্তারুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানকালে প্রাপ্ত সম্পদের মূল্য ১৩ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ১৪১ টাকা। সম্পদ অর্জনে তার বৈধ উৎসের পরিমাণ ১০ কোটি ৪৮ লাখ ৩৯ হাজার ১৬৭ টাকা। ফলে, তিনি ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই কমিশন তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।