শিরোনাম
ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- মো. সজিব (২৬), আল আমিন (২৪), সজিব (২৮), হীরা (১৯), শান্ত (২২), রায়হান (২১), মেহেদী হাসান (২২), রাসেল (২১), রানা (২৪), হোসেন (১৯), রাব্বি (১৯), সিয়াম (২০), সুজন (২৮), ফারহান (২০), ফজলে রাব্বি (২০), ইমন (১৯), আল আমিন (১৯), সাব্বির (১৯) ও শাবনুর (২৭)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।